বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৫০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫
প্রতীকী ছবি

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে বগুড়া শহরের চকফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।

বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন জানান, স্কুলছাত্রের খুনের পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।