অপারেশন ডেভিল হান্ট
গাজীপুরে তৃতীয় দিনে আটক ৮১

প্রতীকী ছবি
দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানের তৃতীয় দিনে গাজীপুর জেলায় ৮১ জন আটক হয়েছেন। এর মধ্যে মহানগরীর ৮ থানায় ৬৯ এবং জেলার ৫টি থানা এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন জানান, সোমবার রাতে মহানগরীসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। তারমধ্যে সদর থানায় ১৯ জন, বাসন থানায় ৯ জন, কোনাবাড়ি থানায় ২ জন, গাছা থানায় ৬ জন, পূবাইল থানায় ২ জন, কাশিমপুর থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, ডিবি উত্তর থানায় ৭ জন ও ডিবি দক্ষিণ থানায় ৪ জনসহ ৬৯ জনকে আটক করে।
অন্যদিকে জেলা পুলিশ শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ, কালিয়াকৈর ও জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে আটক করে।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম