নীলফামারীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫
নীলফামারীর ৬ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত পলাতক ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নীলফামারী পুলিশের কন্ট্রোল রুম জানায়, গ্রেফতারদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সূত্র মতে, পুলিশের বিশেষ অভিযানে গত চারদিনে এ জেলায় ১০৬ জন গ্রেফতার হয়েছে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ঘটনার সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম/এসএস/এবিএস