ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পোস্ট দিয়ে আটক ভুয়া ম্যাজিস্ট্রেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার সহযোগীসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন ভুয়া ম্যাজিস্ট্রেট মো. আফরান শুভ (৩০), আনসার সদস্য মো. হারুন অর রশিদ (৪৩) ও গাড়িচালক মো. বাবুল হাওলাদার। এদের মধ্যে শুভ মনপুরা উপজেলা ও বাকি দুজন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ফেসবুকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত একটি পোস্ট দেখে ডিবি পুলিশের টিম। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা থেকে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ ওই দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল কোর্ট পরিচালনার একটি ভুয়া অনুমতিপত্র, আইডি কার্ড ও জরিমানা করার কাগজপত্র উদ্ধার করা হয়।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।