কারামুক্ত হয়ে বাড়ি ফেরার পথে ফের গ্রেফতার আওয়ামী লীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

উচ্চ আদালতের আদেশে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে ফের গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি (৪৫)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মাহফুজা খানম লিপি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক সদস্য।

এর আগে শুক্রবার বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার হন মাহফুজা খানম লিপি ও তার স্বামী বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যার চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেফতারের পর স্বামী-স্ত্রী দুজনেই বগুড়া জেলা কারাগারে বন্দি ছিলেন।

ওসি আরও বলেন, বগুড়া সদর থানায় হওয়া অপর একটি হত্যাচেষ্টা মামলায় মাহফুজা খানম লিপিকে গ্রেফতার করা হয়।

এলবি/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।