মুন্সিগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লাকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়াদী।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ অক্টোবর রাতে খাবার নিয়ে তার মা নুরজাহান বেগমের (৬৫) প্রতি ক্ষিপ্ত হন রুবেল। এসময় তিনি লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান নুরজাহান।

এ ঘটনায় নুরজাহানের অপর ছেলে আক্কাস মোল্লা শ্রীনগর থানায় মামলা করেন। ওই মামলায় প্রায় সাত বছর পর রায় দিলেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আরিফ হোসেন বলেন, এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছি।

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।