পদ্মা সেতুতে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো অ্যাম্বুলেন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুতে বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে গেছে। এতে আহত হয়েছেন পাঁচজন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর ৩০ নম্বর পিলারের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি অ্যাম্বুলেন্স পদ্মা সেতু পাড় হয়ে শিবচরের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি সেতুর ৩০ নম্বর পিলারের ওপর এলে ঢাকা থেকে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো অ্যাম্বুলেন্স

খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবচরের পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে পাঠায়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, সেতুর ওপর একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানতে পারিনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।