মাস্ক পরে আওয়ামী লীগের মিছিল, বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার ধুনটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাথায় কাপড় এবং মুখে মাস্ক পরে মশাল মিছিল করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকায় এ মিছিল করেন তারা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে এ মিছিল হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ধুনট মডেল মসজিদের সামনে থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি মশাল মিছিল জিরো পয়েন্ট ঘুরে গোসাইবাড়ি সড়কের চারতলা এলাকায় পৌঁছায়। এসময় বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। তবে মিছিল করার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাথা ও মুখ ঢাকা ছিল। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, মিছিল করে ফেরার পর বিএনপি নেতাকর্মীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জিঞ্জিরতলা গ্রামের আল-আমিন তরফদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সদরপাড়ার বনি আমিন মিন্টু ও ছাত্রলীগ নেতা সদরপাড়ার রাব্বির বাড়িঘরে হামলা চালান।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করতে মশাল মিছিল করার চেষ্টা করেন। এসময় জনতা তাদের প্রতিহত করেছে। তবে কারো বাড়িঘরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, হঠাৎ করে আওয়ামী লীগের লোকজন মশাল মিছিল করার চেষ্টা করেছিল। পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলার কোনো খবর নেই। এখন পরিস্থিতি শান্ত। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

এরবি/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।