নওগাঁয় হাজতির মৃত্যু
নওগাঁ জেলা কারাগারে রকিবুর রহমান (৫০) নামে মাদকাসক্ত এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার বেলা ১০টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রকিবুর রহমান আত্রাই উপজেলার পালসা গ্রামের আবুল জব্বার শেখের ছেলে।
নওগাঁ জেল সুপার শাহ আলম খান জানান, গত ১৫ মে রকিবুর রহমানকে মাদক সেবনের অভিযোগে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। এরপর থেকে রকিবুর বিভিন্ন রোগে ভুগছিলেন। তার অসুস্থতা বেড়ে গেলে রোববার সকাল ৯টা ১৫ মিনিটে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজার রহমান জানান, রকিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া তিনি অ্যাজমাসহ অন্যান্য রোগে ভুগছিলেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, মরদেহ মায়নাতদন্ত করলে সঠিক কারণ জানা সম্ভব হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আব্বাস আলী/এআরএ/পিআর