হাবিব উন নবী খান সোহেল

নির্বাচনকে যারা পিছিয়ে নিতে চায় তাদের ওপর জঙ্গিভূত ভর করেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, সংস্কারের নামে যারা নির্বাচন পিছিয়ে নিতে চায় তাদের ওপর জঙ্গিভূত ভর করেছে। তারা নির্বাচনে নয়, রগ কাটায় বিশ্বাসী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বান্দরবানের রাজার মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্যও প্রস্তুত। ইউনূস সাহেব একজন ভালো লোক। তিনি পরিচ্ছন্ন একটি নির্বাচন উপহার দিবেন। তবে সংস্কারের নামে যারা নির্বাচন পিছিয়ে নিতে চায় এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান। তালবাহানা জনগণ কখনো মেনে নিবেন না। ১৭ বছর জনগণের ভোট দেয়ার অধিকার বঞ্চিত করার ফলে যে আন্দোলন হয়েছিল। সে অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে বিএনপি আবারও আন্দোলনে নামবে।

এসময় বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরীর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, উপজাতীয় বিষয়ক সম্পাদক ম্যামা চিং, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি ও সদস্যসচিব জাবেদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।