টাঙ্গাইলে শিক্ষা সফরের ৩ বাসে ডাকাতির ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরগামী আলম পরিবহনের ৩টি বাসে ডাকাতির ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন৷

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্রের মুখে বাসে লুট করা হয়৷

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য চারটি বাস নিয়ে নাটোরের গ্রিনভ্যালি পার্কের উদ্দেশে রওনা দেন। এর মধ্যে ভোর চারটার দিকে ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ৩টি বাস থামানো হয়।

পরে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট শুরু করে। ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, ১০টি স্মার্টফোন নিয়ে গেছে। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার।

শহিদুল্লাহ তালুকদার জাগো নিউজকে বলেন, ডাকাত দল ৩ জনকে শারীরিক নির্যাতন করে। এসময় কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া জাগো নিউজকে জানায়, ‘প্রথমে একজন গলায় ছুরি ধরে আমাকে মেরে ফেলার কথা বলে। টাকা পয়সা বের করার সময় আরেকজন আমার শরীরে করাত ধরে সবকিছু দিতে বলে।’

নবম শ্রেণির শিক্ষার্থী তাহসিন আহমেদ জাগো নিউজকে বলে, ‘গলায় রামদা ধরে সবকিছু দিতে বলে৷ পরবর্তীতে আমি একটি মোবাইল ফোন ও ৫০০ টাকা তাদেরকে দিয়ে দিই৷’

মামলার বাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জাগো নিউজকে বলেন, বিদ্যালয়ের ১২০-১৩০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে নাটোরে শিক্ষা সফরে যাচ্ছিলাম। ভোরে ঘাটাইল উপজেলার সাগরদীঘি এলাকায় পৌঁছালে ৪টি বাসের মধ্যে ৩টি বাসে ডাকাতি করা হয়। একটি বাসে ডাকাতি করতে পারেনি৷ এ ঘটনায় দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তিনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে বাসে লুট করে ডাকাত দল পালিয়ে যায়। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।