বগুড়ায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০২ মার্চ ২০২৫

বগুড়ায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় গর্ভের সন্তানসহ রোখসানা আক্তার নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১ মার্চ) রাতে শহরের জলেশ্বরীতলা এলাকায় এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

রোববার (২ মার্চ) দুপুরে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ওই নারীর স্বজনেরা ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং দরজায় ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মৃত রোখসানা আক্তার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে রোখসানার প্রসব ব্যথা উঠে। তখন তাকে ডেলিভারির জন্য এনাম ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে সেখানে ভর্তি করা হয়। কিন্তু ভর্তি করার পর হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না।

কর্তৃপক্ষ জানায়, রোগীর ব্যথা আরো বাড়ুক। ডাক্তার কিছুক্ষণ পর আসবেন। এসব বলে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া হয়। এদিকে রোগী ভর্তির প্রায় ১২ ঘণ্টা পর ক্লিনিকে ডাক্তার উপস্থিত হন।
এসময় রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে চিকিৎসার জন্য অন্যত্র নিতে বলা হয়। পরে রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে গর্ভের সন্তানসহ মৃত ঘোষণা করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, জেলা প্রশাসক এবং সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলবি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।