তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত


প্রকাশিত: ১২:০১ পিএম, ২৩ মে ২০১৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত সীমান্তে বিএসএফের গুলিতে মো. সুজন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত সুজন সারিয়ালজোত সীমান্ত এলাকার সানাউল্লাহ ওরফে সানুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেল ৪টা নাগাদ সুজন ওই সীমান্তের ৪৩৮ মেইন পিলার এলাকায় ঘাস কাটছিলেন। এসময় ভারতের লিচুগাছ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।

পরে দেলোয়ার নামে স্থানীয় এক ব্যক্তি আহতাবস্থায় সুজনকে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ বিএসএফের গুলিতে তেঁতুলিয়া সীমান্তে একজন বাংলাদেশি যুবক নিহতের খবর নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।