থানায় এসে বিধবা ধর্ষিত : পুলিশ সদস্যসহ আটক দুই


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৩ মে ২০১৬

ফেনীর দাগনভূঞায় বিচার প্রার্থী এক বিধবাকে বাসায় আটকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ সদস্যসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

রোব ও সোমবার তাদের আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও নির্যাতিতা জানান, রোববার সকালে পারিবারিক একটি সমস্যা নিয়ে অভিযোগ দিতে থানায় আসেন বিধবা ওই নারী। তার কথা মতো থানায় রাইটার আবদুল মান্নান অভিযোগ লিখে তাকে নিয়ে থানার সামনের জামান টাওয়ারে নিয়ে যায়। এখানে এএসআই দেলোয়ারের কক্ষে তাকে রেখে কৌশলে সরে পড়ে। বিধবার অভিযোগ এক পর্যায়ে দেলোয়ার দরজা আটকে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে কোনো রকম ছাড়া পেয়ে তিনি দৌঁড়ে এসে বিষয়টি ওসিকে অবহিত করলে তিনি রাইটার মান্নানকে আটক করেন।

এ ঘটনায় ওই দিন ধর্ষিতা বিধবা এএসআই দেলোয়ার হোসেন ও রাইটার মান্নানকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ধর্ষিতা বিধবার বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। ঘটনার একদিন পর সোমবার বিকেলে অভিযুক্ত পুলিশ সদস্যকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল আলম অভিযুক্ত দু’জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

জহিরুল হক মিলু/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।