স্বাস্থ্যবিধি না মেনে ইফতার বিক্রি, তিন রেস্তোরাঁকে জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৭ মার্চ ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতার সামগ্রী বিক্রির দায়ে তিন রেস্তোরাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ মার্চ) বিকেল ৫টায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকা ও ভৈরব বাজারের চক বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি।

আদালত সূত্রে জানা যায়, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতার বিক্রির অপরাধে শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দুই হাজার, চক বাজার এলাকার আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তিন হাজার ও আব্বাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি জানান, রমজান মাস উপলক্ষ্যে ভৈরবের বেশি ভাগ হোটেল ও রেস্টুরেন্টগুলো ইফতার বিক্রি করে থাকে। লক্ষ্য করা গেছে তারা কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। তাদের হাতে গ্লাভস নেই, মুখে মাস্ক নেই। ভোক্তাদের সঠিক সেবা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হোটেল মালিকদের অর্থদণ্ডসহ সতর্ক করা হয়েছে। পুরো মাস জুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

রাজীবুল হাসান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।