বাড়িতে ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে ৯৯৯-এ ফোন, আটক ২

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১০ মার্চ ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির সময় মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামের দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) দিনগত রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের সরদার বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক মনিরের বাড়ি সুলতানগঞ্জ ও মাকসুদের বাড়ি নীলগঞ্জ গ্রামে।

বাড়িতে ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে ৯৯৯-ফোন, আটক ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিতে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল সরদার বাড়িতে প্রবেশ করে। ওই বাড়িতে ৭ থেকে ৮ টি বসতঘর রয়েছে। পরে মাকসুদ ও মনির নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। এসময় পার্শ্ববর্তী ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯-এ ফোন দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে ওই ঘর থেকে দুজনকে আটক করে। এসময় বাকিরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল। আটক বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আসাদুজ্জামান মিরাজ/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।