টিভি দেখানোর প্রলোভনে ৭ বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১২ মার্চ ২০২৫

দিনাজপুরে টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী দুই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মমিনুর ইসলাম (৫৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মমিনুর ইসলাম একই এলাকার আইয়ুব আলী মণ্ডলের ছেলে।

এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে বুধবার (১২ মার্চ) সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার পল্লিতে সাত বছরের দুই শিশুকে টিভি দেখানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত মমিনুর। এসময় তারা চিৎকার করলে হত্যাচেষ্টা করা হয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি মমতাজুল হক বলেন, সাত বছরের দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মমিনুর ইসলামকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

মো.মাহাবুর রহমান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।