দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১২ মার্চ ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দেয় তারা।

কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস। অন্যদিকে বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম নেতৃত্ব দেন।

বাংলাদেশি নাগরিক দু’জন হলো শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার বিকেলে নারায়নগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন। সেসময় তারা বিএসএফ তাদের আটক করে। পরে বিএসএফ তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। পরে রাতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেওয়া হয়।

এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।