বিএসএফের গুলিতে যুবক নিহত : তেঁতুলিয়ায় পতাকা বৈঠক


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৪ মে ২০১৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া সীমান্তের মেইন পিলার ৪৩৬ এর ২ নং সাব পিলার এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুলির ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।
 
বিজিবি সূত্র জানায়, দুপুর ১২টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে। বৈঠকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদের নেতৃত্বে ১০ বিজিবি সদস্য এবং ভারতের ১০৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল লালা কৃষ্ণের নেতৃত্বে ১০ বিএসএফ সদস্য অংশ নেন।

এছাড়া বৈঠকে বিজিবির তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার দিদার আহমেদ, সদর দফতর কোম্পানি কমান্ডার হাফিজ উদ্দিন এবং বিএসএফের লিচুগছ কোম্পানি কমান্ডার এসি সুখদেব ও ইন্সপেক্টর অজয় সিনহা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে সুজনকে গুলি করে মেরে ফেলার তীব্র প্রতিবাদ জানানো হয়। তবে সুজনসহ ৩/৪ জন প্রথমে বিএসএফ টহলরত সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে দাবি করে বিএসএফ।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে গুলির ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার বিকেলে বাড়ির পাশের ওই সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে সুজন (২৩) নামে ওই যুবক নিহত হন।

সফিকুল আলম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।