সিরাজগঞ্জে দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৫ মার্চ ২০২৫

সিরাজগঞ্জে পৌরসভার নালায় কাজ করার সময় বাড়ির দেওয়াল ধসে এক শ্রমিক (৩৫) নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২-৩ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার শাহজাহান আলীর বাসার দেওয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

সিরাজগঞ্জে দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু

ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল থেকে পৌরসভার নালায় শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ পাশের একটি বাড়ির দেওয়াল ধসে এই মৃত্যুর ঘটনা ঘটে। শ্রমিকরা অন্য এলাকার হওয়ায় এখনও নাম ঠিকানা পাওয়া যায়নি বলে তিনি জানান।

এম এ মালেক/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।