১৭ বছর পর বিচ্ছিন্ন হলো আ’লীগ কার্যালয়ের অবৈধ বিদ্যুৎ সংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৫ মার্চ ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরের পর পানছড়ি আবাসিক বিদ্যুৎ প্রকৌশল বিভাগ সংযোগটি বিচ্ছিন্ন করে।

জানা গেছে, মিটার রিডারম্যান শুক্রবার দুপুরের পর মিটার রিডিং সংগ্রহ করতে যান। এসময় সেখানে কোনো মিটার না পেয়ে বিষয়টি পানছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী চঞ্চল মীর আলী ও লাইন ম্যানকে জানান। পরে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী চঞ্চল মীর আলী জানান, আওয়ামী লীগ অফিসের অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে আশপাশের অনেকগুলো ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ সংযোগ দেওয়া হয়েছিলো। আওয়ামী লীগ অফিসে দুই টনের একটি এসি, ৫টি সিলিং ফ্যান, টিভি, ওয়াটার হিটারসহ নানাভাবে বিদ্যুৎ ব্যবহার করা হলেও গত ১৭ বছর কোনো মিটার ছিল না।

আওয়ামী লীগ অফিসে প্রতি মাসে ৫ হাজার টাকার বিদ্যুৎ খরচ হতো জানিয়ে তিনি বলেন, এতে সরকারের প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।

শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক থাকায় এ বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।