খাগড়াছড়িতে ৯ মামলার আসামি কালা ডাকাত সহযোগীসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১১:১৫ এএম, ১৬ মার্চ ২০২৫

পার্বত্য খাগড়াছড়িতে ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ নয় মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত মো. ইউসুফ ওরফে কালাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সহযোগী নাঈম আল সুলতান ওরফে নাঈমকেও (৩১) গ্রেফতার করা হয়।

শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে জেলার মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর মুসলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইউসুফ লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা তছির আহম্মদের ছেলে। অন্যজন নাঈম খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর মুসলিমপুর গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।

খাগড়াছড়িতে ৯ মামলার আসামি কালা ডাকাত সহযোগীসহ গ্রেফতার

পুলিশ জানায়, গ্রেফতার ইউসুফ ওরফে কালার নামে নোয়াখালী ও লক্ষীপুরের বিভিন্ন থানায় চারটি ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির মামলা, তিনটি অস্ত্র মামলা, একটি করে চুরি ও মাদকের মামলা রয়েছে। অন্যদিকে নাঈম আল সুলতানের নামে নোয়াখালীর বিভিন্ন থানায় তিনটি অস্ত্র মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ৪ মার্চ মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর মুসলিমপুর এলাকায় মঞ্জুর ইসলামের বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে। এ মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাঈম আল সুলতানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার নাঈমের বসতঘরে অভিযান চালিয়ে লুট হওয়া মালামাল, নগদ ৩৫ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ধামা, চাকু ও চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মুসলিমপুরে সংগঠিত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধার ও অজ্ঞাত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারদের রোববার (১৬ মার্চ) আদালতে পাঠানো হবে।

এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।