যমুনা রেলসেতুতে দুর্নীতি হলে খতিয়ে দেখা হবে: সচিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৫

যমুনা রেলসেতু নির্মাণে দুর্নীতি হলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ সয়দাবাদ রেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, আগে যমুনা বহুমুখী সেতু ক্রস করতে ২০ মিনিট সময় লাগতো। আর এখন যমুনা রেলসেতুতে সময় লাগবে মাত্র ৩ মিনিট। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে সেতু দিয়ে ট্রেন চলাচল করতে পারবে। এতে অবশ্যই সময় সাশ্রয় হবে। কারণ পুরোনো সেতুতে উঠার আগে ট্রেন থামতে হতো। বিপরীত দিক থেকে আসা ট্রেন পাসিং না হওয়া পর্যন্ত ট্রেনটিকে অপেক্ষা করতে হতো।

রেলসেতুতে পণ্যবাহী ট্রেন চলাচল করায় এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার বাড়বে উল্লেখ করে তিনি বলেন, সেতুটি ডাবল ট্রাকের ডুয়েল গেজ হওয়ায় দুই পাশে থাকা ট্রেনকে আর দাঁড়িয়ে থাকতে হবে না। এসব সুবিধা থাকায় যমুনা সেতু পারাপারে প্রত্যেক ট্রেনের যাত্রীদের ভাড়া বাড়ানো হয়েছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, আগে ঢাকা-রাজশাহী পর্যন্ত ট্রেনের ভাড়া ছিল ৪০৫ টাকা, সেটি বাড়িয়ে এখন ৪৫০ টাকা করা হয়েছে। যা বুধবার (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

উত্তরের রেলপথ সিঙ্গেল হওয়ায় এই সেতুর সুফল কতটা মিলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, ঈশ্বরদী থেকে রেলসেতু পর্যন্ত ৭১ কিলোমিটার এবং রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত ৪৩ কিলোমিটার মিলে মোট ১১৪ কিলোমিটার রেলপথ সিঙ্গেল লাইন। এটিকে অবশ্যই ডাবল লাইন করা প্রয়োজন। এটি আমাদের অগ্রাধিকার প্রকল্পে রয়েছে৷

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুয়ুকি।

এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান।

এম এ মালেক/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।