ঈদযাত্রা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শৃঙ্খলায় ৭ শতাধিক পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৫ মার্চ ২০২৫

সড়ক পথে শুরু হয়েছে ঈদযাত্রা। এতে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ চাপ বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন।

যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

এদিকে ঈদযাত্রায় যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে উত্তরবঙ্গগামী লেনের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার। এতে এ লেন দিয়ে

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, আগের তুলনায় মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে গণপরিবহনের সংখ্যা কম লক্ষ্য করা গেছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শৃঙ্খলায় সাড়ে ৭ হাজার পুলিশ

মহাসড়কের সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রার প্রথম দিনে মঙ্গলবার মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। বিকেল থেকে মহাসড়কে সাত শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জাগো নিউজকে বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই মোটরসাইকেলের জন্য দুটি করে বুথ রয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।