বারহাট্টায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছোট কৈলাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-শহীদ মিয়া (৬০), তার স্ত্রী জহুরা বেগম (৫০), জহিরুল মিয়া (২৫), রশিদ মিয়া (৩০), সাইদুর মিয়াসহ (৩২) ৭ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার ছোট কৈলাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শহীদ মিয়ার সঙ্গে একই গ্রামের ছন্দু মিয়া ও তার ভাই কাশেম মিয়ার সংর্ঘষ বাধে।
এ সময় ছন্দু মিয়াসহ তার লোকজন শহীদ মিয়ার লোকজনের উপর হামলা চালালে ৭ জন গুরুতর আহত হয়। পরে তাদের বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদ মিয়াকে (৬০) মৃত ঘোষণা করেন। বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেমুজ্জামান জাগো নিউজকে শহীদ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কামাল হোসাইন/এসএস/এবিএস