পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৮ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের আর বেশিদিন বাকি নেই। এরই মধ্যে মানুষ ছুটছে গ্রামের পথে। যে যেভাবে পাড়ছেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ছুটছেন। ফলে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় দেখা দিয়েছে যানবাহনের ঢল। বিশেষ করে তৈরি হয়েছে মোটরসাইকেলের দীর্ঘসারি। শত শত মোটরসাইকেলকে টোল প্লাজায় অপেক্ষা করতে দেখা গেছে।

শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে ব্যক্তিগত যানবাহন, বাস, মোটরসাইকেলে করে এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পারাপার হচ্ছে মানুষ।

সকাল ৮টায় দেখা যায়, টোলপ্লাজার অভিমুখে বিভিন্ন যানবাহনের উপচেপড়া ঢল। সবচেয়ে বেশি মোটরসাইকেল। এবারও একটি লাইনে মোটরসাইকেল পারাপার ও বাকিগুলোতে অন্যান্য যানবাহন পারাপার হচ্ছে। তবে চাপ বাড়ায় বাড়ানো হয়েছে মোটরসাইকেলের টোল বুথ।

দুটি অস্থায়ী ও একটি স্থায়ীসহ তিনটি মোটরসাইকেলে টুল বুথে প্রতি মিনিটে ৩৫-৪০টি মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে।

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল

সাতক্ষীরাগামী আমির হোসেন বলেন, অন্যান্য যানবাহনে ভিড় বেশি। এছাড়া ভাড়াও বেশি তাই মোটরসাইকেলে করে বাড়ির পথে ছুটছি।

মোহাম্মদ ফয়সাল নামের আরেক যাত্রী বলেন, ভোর রাতে সেহরি খেয়ে রওনা হয়েছি। ঢাকা থেকে আসার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের চাপ পাইনি। তবে টোলপ্লাজায় পৌঁছে কিছুটা যানজট পেলাম।

সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, শুক্রবার সকাল থেকে মোটরসাইকেলের চাপ দেখা যাচ্ছে। ভোগান্তি নিরসনে অস্থায়ী ভাবে একটি টোলবুথ স্থাপন করা হয়েছে। যেন দ্রুত টোল আদায় করে মোটরসাইকেল পারাপার করা যায়।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।