যমুনা সেতু পশ্চিম

উত্তরের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৮ মার্চ ২০২৫

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন উত্তরাঞ্চলের মানুষ। ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে জেলা ও হাইওয়ে পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী। এতে কোনো রকম যানজট ও ভোগান্তি ছাড়াই গন্তব্যে ফিরছেন মানুষ।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে যমুনা সেতু পশ্চিম কড্ডা, পাঁচলিয়া, হাটিকুমরুল ও ভুইয়াগাঁতীসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ১১ পদাতিক ডিভিশনের প্রায় দুই শতাধিক সেনাসদস্য দায়িত্ব পালন করছেন।

ঢাকা থেকে পরিবার নিয়ে বাড়ি ফেরা লিটন সরকার জাগো নিউজকে বলেন, প্রতি ঈদে দেখেছি মহাসড়কে যানজট লেগে থাকে। এবারই প্রথম দেখলাম মানুষ কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন। যানজট নিরসনে সেনাবাহিনীও মহাসড়কে কাজ করছে। এবারের ঈদে মানুষের মনে স্বস্তি ফিরেছে।

উত্তরের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে সেনাবাহিনী

সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির (পিএসসিজি) জাগো নিউজকে বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে দুই শতাধিক সেনাসদস্য রাত-দিন দায়িত্ব পালন করছেন।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। তাছাড়া যানজট নিরসনে মহাসড়কে ছয় শতাধিক জেলা, একশো হাইওয়ে ও অর্ধশত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দায়িত্ব পালন করছেন।

এম এ মালেক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।