স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৬ মে ২০১৬

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জের চরআমখাওয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে তার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী শহিদুর রহমান মন্ডলের সমর্থকরা।

এ সময় তারা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে লুৎফর রহমানের সমর্থক আজিজ, লিটন, রেজা নবী ও লাল মিয়াসহ বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উল্টো আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে থানায় নিয়ে আটক করে রাখে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই আগামী ২৮ মে পঞ্চম ধাপে এই ইউনিয়নে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করেছেন।

শুভ্র মেহেদী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।