মির্জা ফখরুল

ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সামনে রেখে নির্বাচন হতে পারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০১ এপ্রিল ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কারগুলোকে সামনে রেখে নির্বাচন হতে পারে। মঙ্গলবার (১ এপ্রিল) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন জমা দিয়েছে সেটি আমরা পর্যালোচনা করেছি। সেগুলো নিয়ে আরও আলোচনা হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কারগুলোকে সামনে রেখে নির্বাচন হতে পারে। বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রধান কাজ হলো জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। যা করেছে বিএনপি। সেই সঙ্গে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও সুসম্পর্ক তৈরি করছে বিএনপি।

বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের বড় সাফল্য। কারণ ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফা একটি দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন চীন। তবে এ সরকারের পরিবর্তনের সঙ্গে চীন তার চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করেছে। তারা এখন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গেই কথা বলছে। আগামী দিনগুলোতে চীন বাংলাদেশের উৎপাদনে ও উন্নয়নের জন্য উপকার হবে।

তানভীর হাসান তানু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।