নড়াইলে ঊষার আলোর কৃতী শিক্ষার্থী সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০২ এপ্রিল ২০২৫
ঊষার আলো সূর্যসংঘের কৃতী শিক্ষার্থী সম্মাননা-ছবি জাগো নিউজ

সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘ, নড়াইলের পক্ষ থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। এসময় দেড়শত কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ঊষার আলোর সভাপতি ও জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী মো. কালাম হোসেন।

এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ ও সংগঠনের সদস্য কাজী মৌসুমী আফরোজের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম, সংগঠনটির প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম ও নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এসএম সালাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরকে দেখে হিংসা নয় বরং নিজেকে প্রতিযোগীর জায়গা থেকে ভাবতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে। বর্তমান ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে মোবাইল ফোন, ইন্টারনেট ও মোবাইল গেমস নিয়ে বেশি ব্যস্ত থাকে। ফলে নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এসব থেকে বের হয়ে আসতে হবে। লক্ষ্য করলে দেখা যায় তোমরা মোবাইল চালাও না; বরং মোবাইল তোমাদের চালায়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তোমাদেরকে এখনই জীবনে পরিবর্তন আনতে হবে।

এমআইএন/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।