গভীর রাতে ঘর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১০:১৬ এএম, ০৩ এপ্রিল ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে আঁখি আক্তার (৩০) নামে এক গৃহবধূ রহস্যজনভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর ঘরের মেঝেসহ বিভিন্ন স্থানে রক্ত দেখে হত্যার সন্দেহ করছেন তার বাবার বাড়ির লোকজন।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে উপজেলার পশ্চিম চাকামাইয়া গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিখোঁজের স্বামী আলমগীর ও জহিরুল নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঈদ উপলক্ষে আঁখি আক্তারের স্বামী আলমগীরের ঘরে অনুষ্ঠান ছিল। বাড়ি ভর্তি অনেক আত্মীয়-স্বজন থাকায় আলমগীর তার দুই ছেলে নোমান (১৪) ও মাশফিকে (৩) নিয়ে বড় ভাইয়ের ঘরে ঘুমাতে যান। আর আঁখি তাদের ঘরে মেয়ে শালদা (৪) ও ননদ নাসিমা বেগমের সঙ্গে একটি কক্ষে ঘুমান। রাত দুইটার দিকে নাসিমা আঁখিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরের বেসিন, মেঝে এবং বাড়ির পেছনসহ বিভিন্ন স্থানে রক্ত দেখতে পান।

গভীর রাতে ঘর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ

আঁখির খালাতো ভাই রুহুল আমিন মৃধা বলেন, আমাদের ধারণা বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করবো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া বর্তমানে পুলিশি তদন্ত চলছে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।