পটুয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ৭ পরিবহনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৫ এপ্রিল ২০২৫

পটুয়াখালী জেলা বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সাতটি পরিবহনকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত যৌথবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান। অভিযানে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্পের মেজর রাসেল খানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় বিভিন্ন পরিবহন কোম্পানির চালক ও প্রতিনিধিদের জরিমানা করা হয়। এর মধ্যে মিজান পরিবহনের মো. শাহিনকে (২৮) পাঁচ হাজার, নিশাত পরিবহনের বাপ্পি ইসলামকে (২৯) পাঁচ হাজার, ডলফিন পরিবহনের মো. সোহাগকে (২৩) পাঁচ হাজার ও শাকুরা পরিবহনের মো. বদরুলকে (৪২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনটি পরিবহনকেও ভিন্ন পরিমাণে জরিমানা করে মোট ৫৪ হাজার টাকা আদায় করা হয়েছে।

যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছিলো।

পটুয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ৭ পরিবহনকে জরিমানা

কুয়াকাটা-ঢাকা রুটের মিজান পরিবহনের যাত্রী জুয়েল মৃধা বলেন, ৬৫০ টাকার ভাড়া ৯০০ টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে গেলে যান আর না গেলে নাই।

শাকুরা পরিবহনের যাত্রী রুকসানা বেগম বলেন, আমি আমতলী থেকে উঠেছি, ৭০০ টাকার ভাড়া এক হাজার টাকা নিচ্ছে। কী করবো বলেন, বাধ্য হয়ে যেতে হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। বাস টার্মিনাল এলাকার স্থানীয় বাসিন্দা আরাফাত তালুকদার বলেন, এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আব্দুস সালাম আরিফ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।