যুবদল নেতার কাণ্ড

মদ খেয়ে থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৫

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাদের গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) মানিকগঞ্জের সিংগাইর থানায় এ ঘটনা ঘটে।

আটক দুই নেতা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)।

রোববার (৬ এপ্রিল) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, একটি নিয়মিত মামলার এক আসামিকে গ্রেফতারের পর রাত ৯টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। এরমধ্যে ওই দুই যুবদল নেতাকে আটক করা হয়। তারা মদ্যপ অবস্থায় ছিলেন। এজন্য তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জাগো নিউজকে বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার দায়ে আটক দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়।

মো. সজল আলী/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।