নড়াইলে আ.লীগ প্রার্থীর ১০ সমর্থক গুলিবিদ্ধ


প্রকাশিত: ০৭:২২ এএম, ২৭ মে ২০১৬

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পুরুলিয়া মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- হারুনার রশীদের সমর্থক সরফরাজ, হুমায়ুন, জিল্লুর, ওমর, আকসির, ফুরকার, শরফু, আব্দুল্লাহ, সাইফুল শেখ ও জাকির শেখ। এদের মধ্যে গুরুতর আহত জাকির শেখ ও হুমায়ুন শেখকে খুলনায় পাঠানো হয়েছে।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মনি পক্ষের জাকাতুর জানান, প্রথমে হারুন পক্ষের সমর্থকেরা আমাদের সমর্থকদের ওপর হামলা চালায়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

হারুনার রশীদের সমর্থককেরা জানান, বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম মনির সমর্থকেরা আমাদের লোকজনের ওপর গুলি চালালে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

তবে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণি ৭ জন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

হাফিজুল নিলু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।