বাল্যবিয়ের আয়োজনে হাজির প্রশাসন, মেয়ের বাবাকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:২৯ এএম, ০৮ এপ্রিল ২০২৫

নেত্রকোনা সদরে বাল্যবিয়ের আয়োজনে উপস্থিত হয়ে প্রতিরোধ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের মশুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে একই ইউনিয়নের পূবকান্দা গ্রামের এক যুবকের (২৬) বিয়ে ঠিক হয়। গোপনে বিয়ের আয়োজন চলছিল। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল আহসানসহ প্রশাসনের কর্মকর্তারা সেখানে হাজির হন। তারা পরিবারকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন। একইসঙ্গে কিশোরীর বাবাকে দুই হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল আহসান জানান, বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী এই অপরাধের সঙ্গে জড়িত থাকায় কন্যার বাবাকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বাল্যবিবাহের সঙ্গে সম্পৃক্ত হবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

এইচ এম কামাল/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।