নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড, বাউফল যুবদলের পুরো কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৯ এপ্রিল ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ পরিপন্থি নানা অনিয়মের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সই করা এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি বাউফল উপজেলা যুবদলের নেতারা বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে করে সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে সমালোচিত হন। উপজেলা যুবদলের আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ককে এর আগে বহিষ্কার করা হয়।

এছাড়া দল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় উপজেলা যুবদলের সদস্য সচিবকেও শোকজ করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলা যুবদলের পুরো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

আব্দুস সালাম আরিফ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।