জয়পুরহাট
বিদ্যালয় মাঠে ইট-খোয়ার স্তূপ, খেলাধুলা বন্ধ
জয়পুরহাটের বড়ইতলীহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে ইট-খোয়া ও বালি রাখায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে। এতে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
সরজমিনে বুধবার (৯ এপ্রিল) দুপুরে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠের মাঝখানে ইট, খোয়া বালির স্তূপ। মাঠের প্রায় চারভাগের তিনভাগ জায়গাজুড়ে রাখা হয়েছে।
স্থানীয়রা জানায়, বড়ইতলীহাট এলাকার পাশের গ্রামের একটি রাস্তা পাকাকরণের জন্য ঠিকাদার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলে একমাস আগে মালামালগুলো এখানে রাখেন। তখন রমজান মাস বিদ্যায় ছুটি থাকায় প্রধান শিক্ষক অনুমতি দিয়েছেন। এখনো সেগুলো না সরানোয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করছেন।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরাফাত হোসেন জাগো নিউজকে বলেন, বিদ্যালয়ে ইট-বালি খোয়া রাখার কারণে খেলাধুলা করতে পারছি না। আমরা চাই দ্রুত এসব মালামাল সরে নিয়ে যাওয়া হোক।
নবম শ্রেণির সৌরভ জাগো নিউজকে বলেন, এমনিতে আমাদের মাঠটি অনেক ছোট। সেখানে এসব মালামাল রাখার কারণে আমরা খেলাধুলা কিংবা এসেম্বলিও করতে পারছি না। আমাদের দাবি দ্রুত এসব সরে নিয়ে মাঠ পরিষ্কার খেলাধুলার উপযোগী করে দেওয়া হোক।
বড়ইতলীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত চন্দ্র সরকার বলেন, বিদ্যালয়ের এসব রাখার কারণে আমাদের শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে অ্যাসেম্বলিসহ খেলাধুলা করতে পারছেন না শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার জিয়াউল ফেরদৌস রাইট বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। আজ রাতের মধ্যে যেসব মালামাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো মাঠের একপাশে রাখবো।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে প্রধান শিক্ষক ও ঠিকাদারকে বলা হয়েছে চব্বিশ ঘণ্টার মধ্যে এসব সরিয়ে নিতে।
আল মামুন/আরএইচ/এমএস