নেত্রকোনায় একই রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৯ এপ্রিল ২০২৫

নেত্রকোনার মদনে একই রশিতে স্বামী-স্ত্রীর অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাঁশরী কান্দাপাড়া এলাকায় একটি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া দম্পতি হলেন- আজিজুল ইসলাম (২৩) এবং লিমা আক্তার (১৯)। আজিজুল বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজি মিয়ার ছেলে। আর লিমা আক্তার মদন পৌরসভার মদনবাজার সংলগ্ন এমদাদপুর এলাকার বাসিন্দা চান মিয়ার মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রায় সাত মাস আগে তারা ভালোবেসে বিয়ে করেন। বিকেল ৩টার কিছু পর তাদেরকে ঘরে দেখতে না পেয়ে আজিজুলের মা আদিনা আক্তার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনে পুকুর পাড়ে একটি রেইন ট্রি গাছের ডালে তাদের অর্ধ ঝুলন্ত দেখতে পান। এসময় তার চিৎকারে লোকজন জড়ো হয়।

পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে নেত্রকোনা পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন) দায়িত্বে থাকা সাহেব আলী পাঠান, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসনানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়।

নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কি কারণে এমন ঘটনা ঘটলো তা তদন্ত করা হচ্ছে। এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

এইচ এম কামাল/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।