ঝিনাইদহ

টেন্ডারে অংশ নেওয়ায় যুবককে মারধরের অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০৯ এপ্রিল ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী রাসেল রানা উল্লেখ করেন, বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুর উন্মুক্ত দরপত্র অনুষ্ঠানে অংশ নেন রাসেল রানা। উন্মুক্ত দরপত্র অনুষ্ঠান শেষ করে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বের হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিনসহ তার লোকজন রাসেল রানাকে মারধর করে।

হামলায় আহত রাসেল রানা জানান, মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুরের উন্মুক্ত দরপত্রের সিডিউল কিনেছিলাম। বুধবার ছিল উন্মুক্ত দরপত্রের লটারি। লটারি শেষ করে বাড়ি ফেরার পথে উপজেলার ভিতরেই আমার ওপর হামলা চালায় জালাল, শাহীন ও টিটন। এভাবে উপজেলার ভিতরে হামলার স্বীকার হলে মানুষ কোথায় নিরাপত্তা পাবে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি।

অভিযুক্ত উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন বলেন, এসবের কিছুই আমি জানি না। উপজেলায় সিসি ক্যামেরা আছে। ফুটেজ দেখলে বুঝা যাবে আমি ঘটনায় জড়িত কিনা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, সকালে একটি স্কুলের পুকুরের উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। এরপর নিচে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় একটি লিখিত পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাহান নবীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।