পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১০ এপ্রিল ২০২৫

ঝোড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এজিএম আবদুস সালাম।

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বিকেলে নদী এলাকায় দমকা হাওয়াসহ প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয়। এতে ফেরি চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। যাত্রী এবং যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

এজিএম আবদুস সালাম জাগো নিউজকে বলেন, ‘ঝোড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

সজল আলী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।