সোনার বারসহ আ.লীগ নেতা ও সহযোগী আটক
সাতক্ষীরার বৈকারি সীমান্তের শিকড়ি এলাকা থেকে ১২টি সোনার বারসহ বিজিবির হাতে আটক হয়েছেন আতাউর রহমান নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগী। শুক্রবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়েছে।
আটক আতাউর বৈকারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামানের ছোট ভাই ও ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। আটক অপরজন হলেন প্রদীপ মন্ডল (৪২)।
বিজিবি ৩৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, ভারতে সোনা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি। রাত ১০টার দিকে শিকড়ি রোড দিয়ে সীমান্তগামী একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করেন।
এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে দু’জনকে আটক করেন। তাদের দেহ তল্লাশী করে এক কেজি চারশ গ্রাম ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য ৫৭ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আকরামুল ইসলাম/এনএফ