সুনামগঞ্জ মেডিকেল কলেজ

হাসপাতাল চালুর দাবিতে এবার সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৬ এপ্রিল ২০২৫
সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে ও দ্রুত হাসপাতাল চালুর দাবিতে এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল পৌনে ১০টায় কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। দাবি নিয়ে তারা মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার তারা ক্লাস বর্জন করে মানববন্ধন করেন।

শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জাম ও অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

হাসপাতাল চালুর দাবিতে এবার সড়ক অবরোধ শিক্ষার্থীদের

চতুর্থ ব্যাচের শিক্ষার্থী প্রাতিরাজ জাগো নিউজকে বলেন, আমরা মেডিকেলে পড়তে এসে পর্যাপ্ত সুবিধা পাচ্ছি না। এই মেডিকেল কলেজে এখনও হাসপাতাল চালু হয়নি। ফলে এখান থেকে সুনামগঞ্জ সদরে গিয়ে ওয়ার্ড সুবিধা নিতে হয়। সেটিও পর্যাপ্ত নয়।

জানা যায়, অবরোধের ফলে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে শতাধিক যানবাহন আটকা পড়েছে। তবে পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ক্লাসে নেওয়ার চেষ্টা করছেন।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভূইঞা জাগো নিউজকে বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের যে দুই দফা দাবি সেটি দ্রুত বাস্তবায়ন করা হবে বলেছি।

লিপসন আহমেদ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।