বৈশাখে মোটিফ বানানো শিল্পী

‘পরিবারসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৬ এপ্রিল ২০২৫
শিল্পী মানবেন্দ্র ঘোষ ও তার পুড়ে যাওয়া বাড়ি

পহেলা বৈশাখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন বলেও জানিয়েছেন তিনি।

তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়।

‘পরিবারসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি’

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা।

‘পরিবারসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি’

ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়।

সজল আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।