সীমান্তে বাংলাদেশিকে গুলি, পরে পিটিয়ে ভারতে নিয়ে গেলো বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৬ এপ্রিল ২০২৫

‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে হাছেনুর (২২) নামের এক যুবককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

‎বুধবার (১৬ এপ্রিল) উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হাছেনুর সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজ জমিতে ঘাস কাটতে যান হাছেনুর। একপর্যায়ে তাকে গুলি করেন বিএসএফ সদস্যরা। সঙ্গে সঙ্গে তিনি জমিতে লুটিয়ে পড়েন। পরে বন্দুকের গোড়া দিয়ে এলোপাতাড়ি মারধর করেন তারা। একপর্যায়ে টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যায় বিএসএফ। ফলে গুলিবিদ্ধ হাছেনুর জীবিত আছেন কি না মারা গেছেন তা জানা যায়নি।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, এ ঘটনার পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। বৈঠক শেষে ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, ওই যুবক আহত অবস্থায় ভারতে চিকিৎসাধীন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।