টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ২৯৪ শিশু-কিশোর
টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেল ফেনীর সোনাগাজীর ২৯৪ শিশু-কিশোর। এছাড়া কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিজয়ীদের হাতে সাইকেল তুলে দেন।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল আলমের সভাপতিত্বে স্থানীয় ভবানী চরণ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, হোসাফ গ্রুপ অব কোম্পানির পরিচালক মাবরুর হোসাইন।

কলরব শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক পরিচালক ইয়াসিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাইসাইকেল পুরষ্কার বিজয়ী নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র আবদুল হামিদ। তিনি বলেন, আজ সাইকেল পেয়ে খুব আনন্দ লাগছে। এমন পুরস্কার আমাদের আরও উৎসাহিত করবে।
প্রতিযোগিতার আয়োজক নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম বলেন, নামাজের প্রতিযোগিতায় ৭০০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্য থেকে ২৯৪ জন বাইসাইকেল পুরস্কার পেয়েছে। মাদক ও অন্যায় মুক্ত সমাজ গড়তে প্রজন্মকে মসজিদমুখী করতেই এ আয়োজন করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জিকেএস