বড় ভাইয়ের হাতুড়ির আঘাতে ছোট ভাই নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৭ এপ্রিল ২০২৫

পাবনার ঈশ্বরদীতে বড় ভাইয়ের হাতুড়ির আঘাতে ছোট ভাই জিপু সরদার (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এর আগে সকাল ৯টায় পারিবারিক কলহের জের ধরে উপজেলার লক্ষ্মীকুন্ডা গ্রামের রিকাত সরদারের দুই ছেলে মনিরুল সরদার ও জিপু সরদারের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় জিপু সরদার গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান, দুই ভাই হাঁসুয়া ও হাতুড়ি নিয়ে মারামারি করেন। মনিরুলের হাতুড়ির আঘাতে আহত হন জিপু। পরিবারের লোকজন জিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় জিপুর। এ ঘটনায় বড় ভাই মনিরুল ইসলামও আহত হয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বড় ভাই মনিরুল ইসলামের আঘাতে ছোট ভাই জিপু সরদার গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় জিপুর। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেখ মহসীন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।