বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছোট ভাইয়ের মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৭ এপ্রিল ২০২৫

ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। একই পরিবারের দুজনের এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহরের কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রইছ মিয়া (৭০) ও বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়া (৬০) মারা যান। তারা আপন দুই ভাই। কালিপুর মধ্যপাড়া এলাকার দেওয়ারিশ বেপারীর বাড়ির মৃত দুধ মোল্লার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৬ এপ্রিল সকাল ১০টায় রইছ মিয়া অসুস্থতার কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর ছোট ভাই অসুস্থ হয়ে পড়েন। বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়াও মারা যান। তাদের জানাজা একসঙ্গে ওই দিন বাদ মাগরিব বাড়ির পাশে মসজিদে হয়। পরে এলাকার পুরাতন ঈদগাহের পাশে কবরস্থানে তাদের দাফন করা হয়।

এ বিষয়ে প্রতিবেশী কাইয়ুম মিয়া বলেন, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধা ছিল অনেক। দুজনরই চারজন করে সন্তান। ছেলে-মেয়েরা ভালো অবস্থানে। আমরা এলাকাবাসী ব্যথিত হয়েছি একদিনে দুই ভাইয়ের মৃত্যুতে।

মো. রইছ মিয়ার ছেলে মো. আল-আমিন বলেন, আমার বাবার মৃত্যুর শোক সইতে না পেরে আমার চাচাও মারা গেছেন। বাবা ও চাচার জানাজা একসঙ্গে পড়ানো হয়েছে।

ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শাহিন বলেন, আমাদের এলাকার বাসিন্দা রইছ মিয়া ও তাহের মিয়া। তারা ভালো মানুষ ছিলেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রাজীবুল হাসান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।