বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ভারতীয়দের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গেলে চোরাকারবারি সন্দেহে আজিনুর রহমান (২৪) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয়রা।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ডাঙ্গাটারি সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়। আজিনুর রহমান ওই গ্রামের নুর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ঘাস কাটতে গিয়ে আজিনুর রহমান ভুলে ভারতের অভ্যন্তরে চলে যান। এসময় কয়েকজন ভারতীয় তাকে মারধর করে ভেতরে নিয়ে যান। বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়েছে।

স্থানীয় বাউরা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, খোঁজখবর নিয়ে বিষয়টি ঊর্ধ্বতনকে জানানো হবে।

বিষয়টি জানতে ডাঙ্গাটারী ৫১ বিজিবি ক্যাম্প কমান্ডার রফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, আজিনুরকে ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পে হস্তান্তর করেছে বলে শুনেছি।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।