মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২০ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে একদল যুবক।

রোববার (২০ এপ্রিল) সকালে বেশ কয়েকটি স্থানে মিছিল করেন তারা।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের ফেসবুক আইডি থেকে এসব মিছিলের ভিডিও পোস্ট করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কোনো স্থানে মিছিলটি করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া যুবকদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। ফলে তাদের চেনা যায়নি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালের দিকে মিছিল হয়েছে শুনেছি। তাদের ধরার চেষ্টা চলছে।

এসকে রাসেল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।