থানচির দুর্গত এলাকায় ত্রাণ যাচ্ছে হেলিকপ্টারে


প্রকাশিত: ০৭:০৯ এএম, ২৯ মে ২০১৬
ফাইল ছবি

বান্দরবানের থানচির দুর্গম এলাকায় বসবাসরত জুমচাষীদের মৌসুমি খাদ্য ঘাটতি মোকাবিলায় হেলিকপ্টারের মাধ্যমে চাল নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। রোববার সকাল থেকে হেলিকপ্টারযোগে ১০ টন চাল দুর্গম এলাকায় পাঠানো হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক আরও বলেন, জেলার কোথাও খাদ্যাভাব নেই। প্রাকৃতিক কারণে জুম চাষের ফলন ভালো না হওয়ায় জুম চাষীদের যে খাদ্যঘাটতি দেখা দিয়েছে সেটি পূরণের জন্য খাদ্যশস্য পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, হেলিকপ্টারযোগে পাঠানো খাদ্যগুলো রেমাক্রি ইউনিয়নের দলিয়নপাড়া এবং বড়মদক তিন্দু ইউনিয়নের জিন্নাহ পাড়ায় বিতরণ করা হবে। এছাড়াও নৌকাযোগে ৭ টন চাল দুর্গম এলাকার আধিবাসীদের মধ্যে বিতরণ করা হবে।

তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু মারমা বলেন, খাদ্যাভাব বলা হলেও বাজারে পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে দুর্গম এলাকাগুলোতে কর্মসংস্থান নেই এবং কর্মসংস্থান না থাকায় মানুষের ক্রয়ক্ষমতাও নেই।

তিনি বলেন, ভরা বর্ষায় উপজেলা সদরের সঙ্গে দুর্গম এলাকায় হাঁটাচলার যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।